অনন্যা বনোয়ারী
আমাদের নেই কোনো ঘরে ফেরার গান
সব হারিয়েছে আধুনিকতার বাতাসে,
একদিন সব ছিলো আমাদের;
দামা-আদুরির গম গম শব্দে ভরতো ফসলের উঠান,
আজ কিছুই নেই যেন গহ্বরে ভেসে যাওয়া কোনো কালের মহাশ্মশান।
আমাদের সূর্য দেবতা সালজং আর নেই!
এই অঘ্রাণের জোছনায় চু’য়ের গন্ধে ভাসে না কোনো মহোৎসব,
তাতারা-রাবুগার মলিন চোখে আমরা ধূলো দিয়েছি সেই কবেই..
সেরেনজিং অর্ধমৃত হয়ে আছে সেই কবেই।
দূরের কোনো গারো গ্রামে মান্দি তরুণীর নৃত্যে মাতাল বাতাস আর আসেনা;
আমাদের নেই কোনো ঘরে ফেরার গান।