
তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির অনগ্রসর ৪০ হাজার পরিবার বিনামূল্যে সৌর বিদ্যুৎ পাবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ২০২০ মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২১৭ কোটি টাকার পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সৌর বিদ্যুৎ সরবরাহের প্রকল্পটির অনুমোদন হয়েছে। অনুমোদিত প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার দুর্গম ও দূরবর্তী এলাকায় বসবাসকারী ৪০ হাজার পরিবার সম্পূর্ণ বিনামূল্যে সৌর বিদ্যুৎ সুবিধা পাবেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ও সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’ পার্বত্য চট্টগ্রামের উপর প্রধানমন্ত্রী সবসময় আলাদা নজর রাখেন বলেন জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।