দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাঁওতাল আদিবাসী অধ্যুষিত পাঁচপুকুরিয়া গ্রামে বিদুৎ সংযোগ প্রদান করা হয়েছে। ১০ নভেম্বর, রোববার বিকেল ৫টায় দিনাজপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের উদ্যোগে এ সংযোগ প্রদান করা হয়।
এতে ২৭২টি সাঁওতাল পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মজিবুল হক বলেন, অত্রাঞ্চলে প্রায় ৮০ ভাগ সাঁওতাল পরিবার বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ছিল। এর মাধ্যমে তারা বিদুৎ সুবিধা পেল।
তিনি আরো জানান, এখানে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬.৭৬ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে। এর ফলে পাঁচপুকুরিয়া গ্রামের ২৭২ পরিবারে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে হরিরামপুর ইউনিয়ন শতভাগ বিদ্যুৎতায়ন সম্পন্ন হল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শামীম আক্তার, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদুর রহমান, আদিবাসী নেত্রী জয়িতা শান্তি কুজো প্রমুখ।