কালিদাস রায়, নাটোর: নাটোর জেলার বড়াইগ্রামের সমতলে বসবাসকৃত আদিবাসী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন শিক্ষার্থীকে এইসব বাইসাইকেল প্রদান করেন।
বাইসাইকেল বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ, পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ও অন্যান্য সুধীজন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলার আদিবাসী পরিবারের ২০ জন মেয়ে শিক্ষার্থী ও ১০ জন ছেলে শিক্ষার্থীকে এই বাইসাইকেল প্রদান করা হয়।
শিক্ষার্থীরা বাইসাইকেল পাওয়ার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি আনন্দ র্যালী করে। র্যালীটি বনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।