নড়াইলে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পের (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে এসব বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু উপস্থিত থেকে এসব বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রানী রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১১ জন ছাত্র ও ৯ জন ছাত্রীসহ সর্বমোট ২০ জনকে একটি করে বাইসাইকেল ও সর্বমোট ১০০ জনকে ২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮০০ টাকা ও স্নাতক পর্যায়ে ১৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।