সমতলের আদিবাসীদের বৃহৎ সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় রাজশাহীর গনকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য দেবাশীষ প্রামানিক দেবু, রফিকুল ইসলাম পিয়ারুল, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. বাবুল রবিদাস, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিং, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ ৯ দফার আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।
এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ আগামী ২৬ জুন নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করবে জাতীয় আদিবাসী পরিষদ।