জনজাতির কন্ঠ ডেস্ক: রাজধানীর কালাচাঁদপুরে চলমান গারো বইমেলার ১৪তম দিনে উন্মোচিত হল তরুণ কবি নিগূঢ় ম্রংয়ের প্রথম কাব্যগ্রন্থ দ্রোহের ‘বহিঃপ্রকাশ’। রোববার (১৪ ফেব্রুয়ারী), পহেলা ফাল্গুনের দিন সন্ধ্যায় এক ঘরোয়া পরিবেশে বইটির উন্মোচন হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে উন্নয়নকর্মী অনিত্য মানখিন বলেন, ‘নিগূঢ় ম্রং প্রথা বিরোধী একজন লেখক। তাঁর মধ্যে প্রথা ভাঙার একটা প্রবল ঝোঁক বিপ্লবী ভাব আছে। যা লেখার মাধ্যমে সহজ সাবলীল ভাবে প্রকাশ পায়। গারো সাহিত্যে এটি এক নতুন সংযোজন।’
অ্যাক্টিভিস্ট উন্নয়ন ডি. শিরা বলেন, ‘আমি কবি নই কিন্তু কবিতা পড়ার বোঝার চেষ্টা করি। বেশিরভাগ কবি প্রকৃতি, নারী, প্রেম এইসব বিষয়ে কবিতা লিখেন এক্ষেত্রে কবি নিগূঢ় ব্যতিক্রম। তাঁর লেখায় সমাজ, শোষণ, নিপীড়ন, রাষ্ট্র চেতনার বোধ প্রবলভাবে প্রতিফলিত। এটি বিষ্ফোরক কাব্যগ্রন্থ হবে আশা করছি।’
অনুষ্ঠানে ‘ও আচিক মান্দিরাং’ গান গেয়ে শুভকামনা জানান আচিক ব্লুজ ব্যান্ডের ভোকাল শিল্পী বিমল বেঞ্জামিন নকরেক। আগামী দিনে এমন আরও নতুন কাব্যগ্রন্থ আসবে আশা প্রকাশ করেন এই শিল্পী।
বইটি প্রকাশ করেছে থকবিরিম। প্রচ্ছদ নির্ঝর নৈঃশব্দ। বইটির দাম ধরা হয়েছে ১০০ টাকা।
পরে কবির কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। থকবিরিম কর্ণধার মিঠুন রাকসামের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা ওয়ানগালার নকমা পৌল প্রীতিসন মৃ, শিল্পী টগর দ্রং, কবি শাওন রিছিল, বাগাছাস ঢাকা মহানগরের সভাপতি প্যাট্রিক চিসিম, গাসু ডিএমবির সভাপতি সতীর্থ চিরান, তরুণ লেখক প্রনব নকরেক প্রমুখ উপস্থিত ছিলেন।
অসাধারন লেখনী, আমার ভালোলেগেছে। শুভ কামনা
নিগুরের জন্য