ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আদিবাসীদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পিএইচ ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে ইংরেজি বিভাগের আয়োজনে এ সেমিনার হয়।
সেমিনারে বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক জাহিদুল ইসলাম। তিনি ‘বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের সাহিত্য: সমাজ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ’ শিরোনামে গবেষণা করছেন।
সেমিনারে তিনি ‘আদিবাসী সম্প্রদায়ের পরিচয়: প্রেক্ষিত চাকমা, ত্রিপুরা ও মনিপুরী’ এবং ‘আদিবাসী সংস্কৃতি ও সাহিত্যের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোসাম্মৎ সালমা সুলতানা। এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।
সেমিনারে অনান্যদের মাঝে অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. সাব্বির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাজ্জাদ হোসেন জাহিদ, বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী প্রমুখ উপস্থিত ছিলেন।