স্টাফ রিপোর্টার: আদিবাসী ভাষা চর্চা-সংস্কৃতি রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর), বিকেলে নওগাঁ জেলার মান্দায় অনুষ্ঠিত দশরাই কারাম উৎসবে এ আহ্বান জানায় আদিবাসীরা।
জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উৎসবটি ভারশোঁ ইউনিয়নের কালিসফা কালি মন্দির মাঠে হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের ৮টি নৃত্যের দল অংশ নেয়।
জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক যোনা উরাঁওয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এমদাদুল হক।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, আদিবাসী নেতা নরেন পাহান প্রমুখ। এসময় বক্তারা সরকারকে আদিবাসী ভাষা চর্চা ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।