অনন্যা বনোয়ারী
এখানে হেমন্তের বাতাসে কান্না ভাসে;
মাগন্তীনগরের চিরহরিৎ শালবন
এখনোও জানে বিপ্লবীরা মরতে জানেনা,
পীরেনের মায়ের কান্না এই বাতাসে এখনোও শুকোয়নি
চলেশের বোনের হাহাকার এখনো ভাসে
এই অগ্রহায়নের বাতাসে;
আলফ্রেড সরেনের বোন রেবেকার অশ্রু সমুদ্র
কখনোও দেখেছো?
যে সমুদ্রে প্রতিবাদের স্ফুলিঙ্গ ফেনা তোলে-
প্রতিবাদী গানে মিছিলে সয়লাব হয় বিস্তীর্ণ প্রান্তর!
যার ঢেউ উপচে পড়ে সমতল থেকে পাহাড়ে;
তোমরা পাহাড়ের সৌন্দর্য দেখেছো, কান্না দেখোনি,
তোমরা যাকে ঝর্ণা বলো আমি তাকে বলি কান্না!
এখনোও কল্পনারা জেগে আছে
এম এন লারমারা চলে যেতে পারেনা।
এখনোও চিরহরিৎ শালবন জানে বিপ্লবীরা মরে না;
এখনোও হেমন্তের বাতাসে কান্না ভাসে চেঙ্গী নদীতে
আজ আমি বাস্তুহারা, তবুও তোমরা বলবে এটা সৌন্দর্য?